5 kinds of Sentence
সে আসে? Does he come? - ‘প্রশ্ন বুঝায়’
- Interrogative Sentence.
সে আসে! What! he comes. -(আবেগ)- Exclamatory
Sentence.
বইটি পড়। Read the book. Imperative Sentence.
(কোন কিছু করতে বলা হয়েছে কিন্তু কোন কাজ করা বা সম্পন্ন হওয়া
বুঝায়নি।)
দীর্ঘজীবী হও। May you live long.- Optative
Sentence.
(ইচ্ছা বা প্রার্থনা বুঝায়। কারন, দীর্ঘজীবী হওয়া বা
দীর্ঘজীবী করা আমাদের সামথ্যে©র বাইরে। এক্ষেত্রে আমরা শ্তধু ইচ্ছা প্রকাশ করতে পারি।)
সুতরাং, Sentence ৫ প্রকার:
1. Assertive Sentence
- বর্ননা মূলক বাক্য।
2.Interrogative Sentence-প্রশ্ন বোধক বাক্য।
3. Imperative Sentence - আদেশ সূচক/ অনুমতি প্রার্থনা/ প্রস্তাব বুঝায়।
3. Imperative Sentence - আদেশ সূচক/ অনুমতি প্রার্থনা/ প্রস্তাব বুঝায়।
4.Optative Sentence - ইচ্ছা সূচক বাক্য /প্রার্থনা বুঝায়।
5. Exclamatory Sentence -আবেগ সূচক বাক্য।
1. Assertive Sentence(বনর্নামূলক বাক্য): যে sentence কোন ঘটনা বা কোন
কিছুর বর্ননা করে, তাকে Assertive
Sentence বলে। যেমন:-
সে ভাত খায় - He eats rice.
সে ভাত খায়না -He does not eat rice.
গঠন: Subject + Verb + Extension.
Assertive sentence-ই ভাষার মৌলিক বা ভিত্তি মূলক Sentence। ভাষায় এর ব্যবহারই প্রচুর।
2.
Interrogative Sentence (প্রশ্ন বোধক বাক্য): যে sentence এ কোন প্রশ্ন করা
বা জিজ্ঞাসা প্রকাশ করে, তাকে Interrogative
sentence বলে। যেমন:-
তুমি কি আমাকে চেন?- Do you know me?
তুমি অামাকে চেন না?- Do you not know me?
গঠন: Interrogative sentence এ subject এর পূবে© অবশ্যই একটি Auxiliary verb বসবে।
আমরা
আগেই জেনেছি,
Present Indefinite এবং
Past
Indefinite Tense এ
কোন auxiliary
verb থাকে না। বাকী ১০টি tense এ অবশ্যই এক বা একাধিক auxiliary verb থাকে এবং subject-এর পরে auxiliary verb-টির অথবা যে কোন verb-এর finite form (অর্থাৎ Present বা Past form) হবে। সুতরাং, যে সকল sentence এ subject এর পরে auxiliary verb
থাকে, সে sentence গুলোকে Interrogative
করতে শুধুমাত্র auxiliary verb-কে subject
এর পূবে© এনে বসাতে হবে।
Present ও Past
Indefinite Tense-এর ক্ষেত্রে (যেহেতু কোন auxiliary verb থাকেনা)‘to do’ auxiliary verb-টি subject-এর পূবে© বসবে এবং মূল verb-এর bare
infinite form হবে।
Interrogative sentence-এ subject-এর পূবে© অবশ্য্ই একটি Auxiliary verb থাকতে হবে।
Present ও past
indefinite tense এ auxiliary
verbথাকে না বলে যথাক্রমে do বা
did ব্যবহার
করতে হবে। উহা subject এর পূবে© বসবে এবং verb-এর bare infinitive form হবে। অন্যান্য tense-এ অবশ্যই এক বা একাধিক auxiliary verb থাকে এবং finite form এর auxiliary verb-টিকে subject-এর পূবে© এনে বসালেই sentence টি Interrogative হয়ে যায়।
|
যেমনঃ-
You Know me. (Present Indefinite)-
Assertive.
Do you know me? (Present
Indefinite)- Interrogative.
He went there. (Past Indefinite)-
Assertive.
Did he go there? (Past Indefinite)-
Interrogative.
He is going. (Continuous)- Is he
going?
I shall go. (Future)- Shall I go?
He has gone. (Perfect)- Has he
gone?
বাক্যে ‘কে’, ‘কোথায়’, ‘কেন’, ‘কোনটি’, ‘কেমন’ ইত্যাদি প্রশ্নবোধক শব্দ থাকলে ইংরেজীতে sentence-এ ‘who’, ‘where’, ‘why’, ‘which’, ‘how’, ‘when’ ইত্যাদি word গুলো অর্থ অনুযায়ী বসবে।
এ গুলোকে WH-word
বলে। কারন, প্রত্যেকটি word-এই WH আছে। WH-word
সব সময়ই sentence
বা clause এর শুরুতে বসে।
Interrogative Sentence-এ Wh-word থাকলে, উহাদিগকে Wh-question বলে।
আর Wh-word না থাকলে, উহারা Yes-No Question।
আর Wh-word না থাকলে, উহারা Yes-No Question।
তবে WH-word থাকুক বা না থাকুক, Interrogative Sentence-এর মূল signal হচ্ছে Subject এর পূর্বে অবশ্যই একটি auxiliary verb থাকবে। Subject-এর পূবে© auxiliary verb না থাকলে তা Interrogative Sentence হবে না।
তুমি কি খাও? Do you eat?(‘কি’ এখানে গুরুত্ব হীন)
তুমি কী খাও? What
do you eat?(‘কি’ এখানে গুরুত্ববহ)
তুমি কেন এসেছ? Why have you come?
তাহারা কোথায় যাচ্ছে? Where are they going?
তুমি কিভাবে এসেছিলে? How did you come?
তবে Subject
যখন WH-word বা WH-phrase
হয়, তখন উহার পূবে© Auxiliary verbবসে না। যেমনঃ Who went there? অথবা, Who
is there? What happened to you? ইত্যাদি।
3. Exclamatory Sentence (আবেগ সূচক বাক্য): যে sentence আবেগ প্রকাশ করে, তাকে আবেগ সূচক বাক্য বা Exclamatory sentence বলে।
আবেগ বা emotion বলতে মনের হঠাৎ পরিবতি©ত অবস্থাকে বুঝায়। যেমন:- ভয়, ক্রোধ, আনন্দ, দুঃখ, বিষাদ, উল্লাস ইত্যাদি।
Alas! He is dead.
আমরা Parts of speech এ পড়েছি, Interjection আবেগ সূচক শব্দ। সুতরাং, Exclamatory sentence এর শুরুতে আবেগ সূচক Word অর্থাৎ একটি Interjection বসবে।
উপরের sentence-টি থেকে 'Alas!' শব্দটি (Interjection) বাদ দিলে He is dead -Assertive sentence হয়ে যায় ।
‘What’ এবং ‘How’ WH-word দুটিও Exclamatory sentence এ ব্যবহৃত হয়। যেমন:-
What a nice bird it is!
How nice the bird is!
Sentence দুটিতে What এবং How (কি এবং কত) কোন প্রশ্ন করেনি। উহারা অত্যাধিক সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, উহারা সৌন্দযে©র আধিক্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে।
What এখানে Adjective এবং How এখানে Adverb রূপে বসেছে। Sentence দুটোকে Assertive করলে উহাদের পরিবর্তে 'very' adverb বসে। যেমন:-
It is a very nice bird.
এবং The bird is very nice.
সুতরাং, Exclamatory sentence-এও ‘What’ এবং ‘How’ শব্দ দুটি আধিক্য বোঝাতে যথাক্রমে Adjective ও adverb রুপে (nice কে qualify বা modify করতে) ব্যবহৃত হয়। তবে এ ধরনের sentence-এ subject এর পূর্বে কোন auxiliary verb বসবে না।
Subject এর পূর্বে auxiliary verb বসলে, তা অবশ্যই Interrogative হবে। যেমনঃ- How long it is! ইহা কত লম্বা!(অর্থাৎ, অনেক লম্বা) Exclamatory Sentence.
How long is it? ইহা কতটুকু লম্বা? Interrogative Sentence (প্রশ্ন বুঝাচ্ছে – অর্থাৎকতটুকু লম্বা তা পরিমাপ করে দেখতে হবে)
Subject ‘it’ – এর পূর্বে ‘is’ auxiliary verb বসছে। সুতরাং, উহা Interrogative sentence.
WH–word (WHAT এবং How) Interrogative এবং Exclamatory উভয় প্রকার sentence এর শুরুতে বসে। পার্থক্য শুধু এই যে, Exclamatory Sentence এ subject এর পূর্বে কোন auxliliary verb বসে না। কিন্তু, Interrogative sentence এ subject এর পূর্বে অবশ্যইauxiliary verb বসবে। Exclamatory sentence এ ‘What’ এবং ‘How’ আসলে Interjection এর effect আনে।
|
4. Imperative Sentence (আদেশ সূচক বাক্য): যে sentence
দ্বারা কোন কিছু করতে বলা হয় বা করার অনুমতি চাওয়া হয় বা
করার প্রস্তাব বুঝায়, তাকে imperative sentence বলে ।
Imperative Sentence-এ কোন কিছু করা বুঝায় না, কেবল করতে বলা হয় বা করার অনুমতি চাওয়া হয় বা করার প্রস্তাব করা হয়। সুতরাং, Imperative Sentence-এ কখনো মূল Verb-এর finite form ব্যবহৃত হয়না। সর্বদা ‘bare infinitive’ form ব্যবহৃত হয়।
লক্ষ্যনীয় যে, Imperative Sentence দ্বারা তিন ধরনের ভাব ব্যক্ত হয়। যথাঃ-
I)
আদেশ, অনুরোধ বা উপদেশ
II) অনুমতি চাওয়া এবং
III) প্রস্তাব।
আদেশ/ অনুরোধ/ উপদেশঃ Second Person ছাড়া কাউকে কোন আদেশ করা যায় না, উপদেশ দেওয়া যায়না এবং অনুরোধ করা যায় না। সুতরাং, এ ধরনের বাক্যে Verb এর সাথে Second Person এর relation ।
Read the book। Verb দ্বারা Sentence
শুরু হয়। Subject থাকেন। Verb এর non-finiteform (অর্থাৎ, bare infinitive form) হয়। ইহা Informal English।
অনুমতি চাওয়া বা প্রস্তাব বোঝাতে Imperative Sentence ‘Let’ দ্বারা শুরু হয় এবং মুল verb-এর bare infinite form হয়। এ ধরনের sentence গুলো 1st
person এবং 3rd person এর সাথে related এবং বাক্যে উহারা let এর পরে ‘let’ verb এর object রূপে objective
case হয়ে বসে।
Imperative sentence-এ Second
person উহ্য
থাকে এবং মূল-verb-এর bare infinitive
form দ্বারা sentence শুরু হয়।
Let এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়। let-এর পরে ‘us’ ছাড়া অন্য 1st person বা 3rd Person থাকলে অনুমতি চাওয়া বুঝায়।
|
সুতরাং, Imperative Sentence দুই ধরনের:
i) I) মূল Verb এর bare
infinitive দ্বারা শুরু এবং (you) উহ্য।
ii) II) Let Verb দ্বারা শুরু।
আবার Let দ্বারা শুরু বাক্য
গুলো দু’ধরনের:
a) let – এর পরে ‘us’ থাকলে প্রস্তাব বুঝায়।
b) let এর পরে ‘us’ না হয়ে me,
him ইত্যাদি অন্য কিছু থাকলে অনুমতি, প্রার্থনা বুঝায়।
5. Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য): যে Sentence দ্বারা কোন ইচ্ছা প্রকাশ করা হয় বা প্রার্থনা করা হয়, তাকে Optative Sentence বলে।
অর্থাৎ, যে সকল কাজ মানুষের করার ক্ষমতার বাইরে, সে সকল কাজ কাউকে করতে বলা যায় না। সে ক্ষেত্রে আমরা কেবল ইচ্ছা প্রকাশ করতে পারি বা প্রার্থনা করতে পারি। এ ধরনের Sentence ই Optative Sentence.
তুমি দীর্ঘজীবী হও – May you live long.
সাধারনত: Optative Sentence এর শুরুতে ‘May’ modal বসে। May বাদ দিলে Sentence টি Assertive form-এ চলে যায়।
প্রত্যেকটি Sentence-কে আবার দু’ভাগে ভাগ করা যায়:
i) Affirmative (হ্যাঁ সূচক বাক্য) এবং ii) Negative (না বোধক বাক্য)
কোন বাক্যে ‘না’ বোধক কোন শব্দ বা word থাকলেই উহা Negative Sentence এবং ‘না’ বোধক কোন শব্দ না থাকলেই উহা Affirmative Sentence.
সে বই পড়ে - He reads the book. - Affirmative Assertive.
সে বই পড়ে না – He does not read the book. - Negative.
সে কি বইটি পড়ে? - Does he read the book? - Affirmative Interrogative.
সে কি বইটি পড়েনা? - Dose he not read the book ? - Negative Interrogative.
দরজাটি বন্ধ কর – Shut the door. – Affirmative Imperative.
দরজাটি বন্ধ কর না - Do not shut the door. – Negative Imperative.
যে কোন Sentence কে Negative করতে হলে auxiliary Verb এর পরে ‘no’ বা ‘not’ বসাতে হয়। যদি auxiliary Verb না থাকে (Present or Past Indefinite Tense-এ) তবে do বা did এনে তারপরে not বসাতে হয় অথবা অন্য Negative Word (যেমন- Negative Adjective বা Adverb) দ্বারা ও Negative করা যায়। যেমনঃ I do not go. No man is Perfect, He never comes here. ইত্যাদি।
লক্ষ্য কর: He is a good man. - Affirmative.এবং He is not a bad man. – Negative. - যদিও দুটির অর্থ একই।
I never go there. - Auxiliary Verb ছাড়াই negative word ব্যবহার করে negative sentence করা হয়েছে।
No comments:
Post a Comment