
Tense
যাহা কিছু ঘটে, কোন না কোন সময়ের মধ্যেই
ঘটে। সময়ের বাইরে কোন কিছুই ঘটা সম্ভব নয়। কাজেই প্রত্যেকটি কাজ বা ক্রিয়ার একটি সময় থাকে।
কোন কাজ যে সময়ে নিস্পন্ন হয়, কাজের ঐ সময়কেই Tense বলা হয়। অর্থাৎ, কোন ক্রিয়া নিস্পন্ন হওয়ার
সময়কেই Tense বলে।
সময়কে আমরা মোটামুটিভাবে ৩ টি ভাগে ভাগ করে থাকি। যথা: বর্তমান, অতীত ও ভবিষ্যৎ। কোন কাজ সাধারনত সময়ের ৩টি
ভাগের যে কোন একটি ভাগে নিষ্পন্ন হয়ে থাকে। অর্থাৎ, কোন কাজ বর্তমান বা অতীত
বা ভবিষ্যৎকালে নিষ্পন্ন হয়ে থাকে। এ তিনটি সময়ের বাইরে যেতে
পারে না। তাই Tense ৩ প্রকারঃ
1. Present Tense (বর্তমান কাল) - I
go. (আমি যাই)
2. Past Tense (অতীতকাল) - I
went. (আমি গিয়াছিলাম)
3. Future Tense (ভবিষৎকাল) - I
shall go. (আমি যাব)
উপরের উদাহরন তিনটি লক্ষ্য করলে দেখা যায়ঃ
I) Present Tense-এ Verb-এর Present
Form ব্যবহৃত হয়।
II) Past Tense বোঝাতে Verb-এর Past
Form ব্যবহৃত হয়।
III) Future Tense বোঝাতে Verb-এর Bare
Infinitive Form ব্যবহৃত হয় এবং উহার পূবে© ‘shall’ বা ‘will’ modal Auxiliary Verb বসে।
কাজেই, কোন Sentence এ Verb এর Present Form থাকলে বুঝতে হবে উহা Present Tense এ আছে। অর্থাৎ, Verb এর Present Form-ই এর পরিচায়ক বা Signal।
অনুরূপভাবে, Verb-এর Past Form দেখে বুঝতে হবে, বাক্যটি অবশ্যই Past Tense-এ আছে এবং Verb এর Past Form-ই এর পরিচায়ক বা Signal।
আবার, Verb-এর Infinitive দেখে বুঝতে হবে বাক্যটি Future Tense-এ আছে। Bare Infinitive-কে
দেখতে Present Form-এর মত মনে হলেও উহা Bare Infinitive-ই। কারন, উহার
পুর্বে Modals (shall বা will) আছে।
Modals-এর এর পরে অবশ্যই Infinite বসবে। এবং Infinitive সবসময়ই Futurity বা ভবিষ্যৎকালের ইঙ্গিত করে।
Present Form বা Past
Form-এর পুর্বে modals কেন, কোন Auxiliary
Verb-ই বসেনা।
সময় গননার শুরু থেকে
বর্তমান সময় পর্যন্ত অতীতকাল। বর্তমান থেকে অনাগত ভবিষ্যৎ সময় - সবই ভবিষ্যৎকাল। অতীত ও ভবিষ্যতের সন্ধিক্ষনই বর্তমান।
অতীতের ব্যাপ্তি অনেক।ভবিষ্যৎ অসীম।বর্তমানের ব্যাপ্তি সে
তুলনায় খুবই সামান্য বা অতি নগন্য। Practically সে বিচারে বর্তমান কালের কোন অস্তিত্বই নাই।
এ স্বন্ধিক্ষন সংলগ্ন অতীত ও ভবিষ্যৎ
কালের অংশ নিয়েই বর্তমানকে কল্পনা করা হয়। এ স্বন্ধিক্ষন বিচ্ছিন্ন সময়কে আর
বর্তমান বলা যায় না।
বর্তমান সম্পর্কে এ ধারনা পরিষ্কার না
হলে Present Perfect ও
Past Indefinite Tense-এর
মধ্যে পার্থক্য নিরূপনে জটিলতা সৃষ্টি হবে।
Tense হল
Verb-এর
একটি দ্বিমাত্রিক অবস্থা। Verb-এর রূপ দেখে
আমাদেরকে কোন কাজের ২টি ব্যাপার বুঝে নিতে হয়।
প্রথমতঃ কাজটি সম্পাদনের সময়।
দ্বিতীয়তঃ কাজটির
তাৎক্ষনিক অবস্থা।
যেমন, সে ঘুমাচ্ছিল। --- এ বাক্যে 'ঘুমান' কাজটি সম্পন্ন হওয়ার সময় অতীত এবং কাজটির
তাৎক্ষনি অবস্থা চলমান।
সুতরাং Tense বুঝতে হলে কাজের সময় ও অবস্থা দুটোই বুঝতে হবে।
ইতিমধ্যেই আমরা জেনেছি,
Tense ৩ প্রকার। এ শ্রনীবিভাগ কোন কাজের
সময় অনুযায়ী।
কাজের অবস্থানুযায়ী Tense প্রথমতঃ ২ প্রকার। যথাঃ- 1. Definite
ও
2. Indefinite।
Definite
Tense-এর আবার ৩ টি ভাগ পাওয়া যায়ঃ a) Continuous, b) Perfect এবং c) Perfect
Continuous.
সুতরাং Tense-এর শ্রেনীবিভাজন হয় ২ টি
দৃষ্টিভঙ্গিতেঃ কাজের সময়(Time) এবং অবস্থা(Condition) ।
Definite (নির্দিষ্ট) অবস্থাঃ- কোন কাজের নির্দিষ্ট একটা অবস্থা বোঝায়। হয় চলন্ত অবস্থা অথবা সমাপ্ত অবস্থা।
যেমন, আমি চা খাচ্ছি। (চলন্ত) অথবা, আমি চা খেয়েছি। (সমাপ্ত) ২ টি নির্দিষ্ট
অবস্থা। অবস্থানুসারে ২ টি-ই Definite
Tense-এর অন্তর্ভূক্ত।
কিন্তু, আমি চা খাই। চলন্ত বা সমাপ্ত কোন নির্দিষ্ট অবস্থা বোঝায় না। কাজটি এখন চলছে, এটাও বোঝাতে পারে অথবা আমার চা খাওয়ার অভ্যাস আছে, তাও বোঝাতে পারে। কিন্তু কোন নির্দিষ্ট অবস্থা বোঝায় না। তাই উহা Indefinite Tense।
সুতরাং, দেখা যায়, চলন্ত বা সমাপ্ত অবস্থা না বুঝালেই উহা Indefinite Tense ।
অন্যদিকে, চলন্ত বা সমাপ্ত অবস্থা বুঝালেই উহা Definite Tense । সুতরাং Definite Tense-কে আবার ২ ভাগে ভাগ করা যায়।
যেমন, a)
Continuous (চলন্ত) ----- আমি পড়ছি বা পড়িতেছি -- I am
reading .
এবং ব) Perfect (সমাপ্ত) ----- আমি পড়েছি
বা পড়িয়াছি -- I have read.
আবার, যখন বলা হয়ঃ আমি সকাল থেকে
পড়ছি। এখানে 'পড়া' কাজটির আংশিক
(কিছুটা) সমাপ্ত এবং বাকিটার চলন্ত অবস্থা বোঝাচ্ছে। সুতরাং উহার Perfect
Continuous Tense হবে।
অতএব, Definite
Tense-এর ভাগ দাঁড়াল ৩ টি। যথাঃ- i)
Continuous, ii) Perfect এবং iii) Perfect Continuous.
এবং অবস্থানুযায়ী Tense-এর মোট ভাগ দাঁড়াল ৪ টিঃ
a) Indefinite
b) Continuous
c) Perfect এবং
d) Perfect Continuous .
Time (সময়)
Condition (অবস্থা)
1. Present ( Present Form)
a) Indefinite
2. Past (Past Form)
b) Continuous (BE + Present Participle)
3. Perfect (Modals +
Infinitive) c)
Perfect (HAVE + Participle)
d) Perfect Continuous
সে ভাত খাচ্ছে। সময়ানুযায়ী Present এবং অবস্থানুযায়ী Continuous । সুতরাং বাক্যটি Present Continuous Tense-এ আছে। He is eating rice.
s সময়ানুযায়ী
৩ টির একটি option এবং অবস্থানুযায়ী ৪ টির একটি option মিলিয়েই কোন
বাক্যের
Tense গঠন করা হয়।
1. Present Tense = Verb এর Present Form.
2. Past Tense = Verb এর Past Form.
3. Future Tense = Shall / will + Bare infinitive.
4.Continuous = Be + Present Participle (v+ing)
5. Perfect = Have + Past Participle.
Indefinite Tense
(চলন্ত বা সমাপ্ত কোন অবস্হাই বোঝাবে না)
1. Present Indefinite Tense:
a) কোন কাজ বর্তমানে হয় - We read books.
b) বর্তমানের অভ্যাস - I walk in the morning.
c) চিরন্তন সত্য - The earth is round.
গঠন : Verb এর Present
Form হয়। Subject 3rd Person
Singular Number হলে, Verb এর সাথে ‘s’ বা ‘es’ যোগ হবে।
যেমন- He goes to school.
2. Past Indefinite Tense:
a) কোন কাজ অতীতে হয়েছিল - I went there.
b) অতীতের অভ্যাস - I walked in the morning.
গঠন: Verb এর Past
Form হয়।
3. Future Indefinite Tense:
a) কোন কাজ ভবিষ্যতে হবে – I shall buy a book.
গঠন: Verb এর ‘Bare
Infinitive’ Form হয় এবং উহার পূর্বে Shall
/ will(modals) বসে।
Shall/will + bare infinitive.
Continuous Tense (চলন্ত বা অসমাপ্ত অবস্হা)
(Be+ Present Participle = Continuous)
1. Present Continuous Tense (বত©মানে চলন্ত): কোন কাজ বত©মানে চলন্ত অবস্হায় আছে। যেমন:- আমরা পড়ছি (পড়িতেছি)- We are reading.
গঠন: Continuous = Be + Present Participle(v+ing)তবে Present Tense এর Signal রূপে Be Verb এর Present Form(am,is,are)হবে।
2. Past Continuous Tense (অতীতে চলন্ত): কোন কাজ অতীতে চলন্ত
অবস্হায় ছিল বা চলছিল। যেমন:- তারা খেলছিল(খেলতেছিল)- They were playing.
গঠন: Continuous
= Be + Present Participle। তবে Past
Tense এর Signal রূপে Be Verb এর Past
Form(was,were) হবে।
3. Future Continuous Tense(ভবিষ্যতে চলন্ত): কোন কাজ ভবিষ্যতে চলন্ত
অবস্হায় থাকবে। যেমন:- তারা খেলতে থাকবে - They will be playing.
গঠন: Continuous = Be + Present Participle তবে Future Tense এর Signal রূপে Be Verb এর Bare Infinitive Form হবে এবং তার পূর্বে Shall বা Will বসবে।
Perfect Tense (সমাপ্ত)
(HAVE + Past Participle)
1. Present Perfect Tense (বর্তমানে সমাপ্ত): কোন কাজ বর্তমান সময়ের
মধ্যে সমাপ্তহয়েছে বা কেবল মাএ সমাপ্ত হয়েছে অথবা কাজ সমাপ্ত হলে কাজের ফলাফল এখনও
বর্তমান। যেমনঃ সে আজ এসেছে - He has come today. (কাজ সমাপ্ত, কিন্তু সময় বর্তমান)
আমি ভাত খেয়েছি- I have eaten rice.(কাজ সমাপ্ত, কিন্তু ফলাফল বর্তমান) কিন্তু আমি ভাত খেয়েছিলাম(Past Indefinite) - I ate rice.(কাজ সমাপ্ত এবং ফলাফলও
অতীত)
সে গতকাল এসেছে(Past Indefinite) - He came yesterday. (কাজ সমাপ্ত এবং সময়ও অতীত)
গঠনঃ Perfect = Have + Past Participle। তবে Present Tense এর Signal রূপে Have Verb এর Present Form(have বা has) বসবে।
2. Past Perfect Tense: এ Tense টির ব্যবহার সাধারনত Complex Sentence এ দেখা যায়। Complex Sentence এ অতীতের দুটি ঘটনা বর্ননা
করতে Principal
Clause এর Verb টি Past Tense এর হলে Subordinate Clause এর Verb টির Past Perfect Tense হয়ে থাকে
I said that I had gone there
Principal Clause Subordinate Clause
অথবা, অতীতে দুটি কাজ সমাপ্ত
হয়েছে(একই বাক্যে) বুঝালে যে কাজটি অধিকতর পূর্বে সমাপ্ত বুঝায়, উহার Past Perfect Tense হয় এবং তুলনামূলকভাবে পরে সমাপ্ত কাজটির Past Indefinite Tense হয়।
এক্ষেত্রে Clause দুটি সাধারনত ‘পূর্বে’(Before) এবং ‘পরে’(After) Conjunction দ্বারা যুক্ত হয়। Perfect tense টি ‘Before’ Conjunction এর পূর্বে বসে এবং ‘After’ Conjunction এর পরে বসে।
Before : I had slept before you came.
After : You came after I had slept.
গঠন: Perfect
+ Have + Past Participle. তবে Past Tense এর Signal রূপে Have এর Past
Form Had বসবে।
অর্থাৎ, Had + Past Participle = Past Perfect.
Simple Sentence - Past Indefinite Tense এর পরিবর্তন ও Past Perfect Tense ব্যবহৃত করা যায় যেমন, আমি গিয়াছিলাম – I had gone তবে, অতীতের ঘটনা বোঝাতে Simple Sentence এ Past Perfect Tense ব্যবহার না করাই ভাল। Complex Sentence ই এর উপযুক্ত স্হান।
Future Perfect Tense: একই বাক্য ভবিষ্যতে দুটি কাজের উল্লেখ থাকলে, যে কাজটি অধিকতর আগে সমাপ্ত
হবে, উহার Future Perfect Tense হয় এবং অপরটির Present Indefinite বা Future Indefinite Tense হয়।
তুমি আসিবার পূর্বে আমি
ঘুমাব – I shall have slept before you will come. (Or you come)
গঠন: Perfect = Have + Past Participle। তবে Future Tense এর Signal রূপে Have এর Bare Infinitive From এর পূর্বে Shall বা Will বসবে।
Past Perfect এর মত Future Perfect এরও উপযুক্ত স্হান Complex Sentence।
Perfect Continuous (সমাপ্ত
এবং চলন্ত)
1. Present Perfect Continuous Tense: (বর্তমানে আংশিক সমাপ্ত এবং আংশিক চলন্ত অবস্হা)- কোন কাজের আংশিক সমাপ্ত
এবং বাকিটা বর্তমানে চলন্ত অবস্হায় আছে এরূপ বুঝালে উহার Present Perfect Continuous Tense হয়।
যেমন: আমরা দু্ই ঘন্টা
যাবৎ পড়ছি - We have
been reading for tow hours.
দুই ঘন্টার কাজ সমাপ্ত বা Perfect। বাকি কাজ এখনও চলন্ত বা Continuous.
গঠন: Continuous = Be + Present Participle এবং যেহেতু Perfect = Have + Past Participle, Be Verb এর Past Participle From ‘been’ হবে এবং উহার পূর্বে Have Verb বসবে। তবে Present এর Signal রূপে Have এর Present From (have or has) হবে।
2. Past Perfect Continuous Tense (অতীতের সমাপ্ত চলন্ত): কোন কাজ অতীতেচলন্ত ছিল অর্থাৎ অতীতেই সমাপ্ত
হয়েছিল। যেমন, আমি সকাল ৮টা হইতে ১০টা পর্যন্ত অংক করিয়াছিলাম - I had been doing sum from 8 am to 10 am. পুরো ঘটনাটিঅতীতের। ৮টা থেকে ১০টা পর্যন্ত চলন্ত ছিল। সুতরাং, Continuous ১০টার পরে সমাপ্ত। সুতরাং, Present.
গঠন: Be + Present Participle = Continuous এবং Perfect Tense এর কারনে Be Verb এর Past Participle ‘been’ হবে এবং ইহার পূর্বে Have এর Past From ‘had’ বসবে।
3. Future Perfect Continuous Tense (ভবিষ্যতে চলন্ত সমাপ্ত): কোন কাজ ভবিষ্যতে চলন্ত
অবস্হায় থাকবে এবং উহার সমাপ্ত অবস্থাও বোঝাবে। যেমন: আমরা বিকাল ৪টা থেকে
৫টা পর্যন্ত খেলব - We shall
have been playing from 4 pm to 5 pm.
পুরো ঘটনাটি ভবিষ্যতের। সুতরাং, Future Tense ৪টা থেকে ৫টা পযন্ত থাকবে। সুতরাং, Continuous। ৫টায় কাজটি সমাপ্ত। সুতরাং, Perfect.
গঠনঃ Continuous = Be + Present Participle এবং Present= Have + Be এর Past Participle এর Future = Shall / will + Have-এর Bare Infinitive.
একটা ব্যাপার
লক্ষ্যনীয় যে, কোন Perfect Continuous Tense বোঝাতে বাংলা বাক্যে সাধারনতঃ সময়ের
উল্লেখ থাকে।
|
Tense Table
|
Tenses
|
Indefinite
|
Continuous
[Be + Present Participle(V+ing)
]
|
Perfect
(Have+Past
Participle)
|
Perfect Continuous (Have + past participle)
(Be+Present participle)
|
Present
(Past Form)
|
I go.
|
I am going .
|
I have gone.
|
I have been going.
|
Past
(Past From)
|
I went.
|
I was going.
|
I had gone.
|
I had been going.
|
Future
(Shall/will + bare infinitive)
|
I shall go.
|
I shall be going.
|
I shall have gone.
|
I shall have been going.
|
Present
Indefinite ও Past Indefinite Tense দুটোতে Verb এর যথাক্রমে Present ও Past Form ব্যবহৃত হয়েছে। দুটোই Finite Form। কাজেই উহাদের পূ‡e©কোন Auxiliary Verb বসেনি। এছাড়া বাকি ১০টি Tense এই মূল Verb এর Non-finite Form ব্যবহৃত হয়। সুতরাং, এ ক্ষেত্রে এক বা একাধিক Auxiliary Verb বসেছে।
তবে Auxiliary Verb একাধিক থাকলেও Finite Verb একটি করেই আছে।
|
Any question for this Post?
ReplyDelete