PAGES

Monday, November 30, 2015

PHRASE & CLAUSE

PHRASE & CLAUSE

I go – দুটি word মিলে একটি পূর্নভাব ব্যক্ত করেছেইহা একটি Sentence.

সুতরাং, group of words যখন একটি পূর্নভাব ব্যক্ত করে সেই group of words কে Sentence বলেঅবশ্য আমরা আগেই জেনেছি যে, group of words এর মধ্যে একটি finite verb থাকতে হবে

There is a field in front of our school বাক্যটিতে infront of একটি phraseতিনটি word মিলে একটি group হয়েছেকিন্তু, কোন পূর্নভাব ব্যক্ত করেনিকেবল একটিমাত্র partsof speech রূপে ব্যবহৃত হয়েছেঅর্থাৎ, তিনটি word মিলে একটি group হয়ে group-টি এককভাবে একটি মাত্র part of speech রূপে ব্যবহৃত হয়েছে এবং এ group-এ কোন finite verb নেই

কাজেই, যখন এরূপ একাধিক words(বা group of words) একত্রে একটি মাত্র part of speech-এর কাজ করে এবং ঐ group-এ যদি কোন Finite verb না থাকে(Non finite verb থাকতে পারে), তখন ঐ শব্দ সমষ্টিকে Phrase বলে

I know that he will come আমি জানি যে ‍সে আসবে

এ বাক্যে know মূল verb এবং উহা Transitive verbকারন, know verb-এর object থাকে এবং আছেknow কে কি প্রশ্ন করলে জবাব পাওয়া যায়

কি জানি? He will come. সুতরাং, He will come--- এ বাক্যে know verb এর object এবং object অবশ্যই noun বা noun এর সমতুল্য

সুতরাং He will come তিনটি word-এর এ group-টিও বাক্যে একটি মাত্র Part of Speech রূপে ব্যবহৃত হয়েছেঅর্থাৎ, know verb এর object রূপে বসে noun এর কাজ করেছেতবে উহা Phrase নয়কারন, group-will একটি finite verb আছেউহা একটি clause এবং subordinate clause

Finite verb সহ group of words যখন কোন পূর্নভাব প্রকাশ না করে একটি বাক্যের অংশ হিসাবে ব্যবহৃত হয় তখন উহাকে Clause বলে

I know that he will come.--বাক্যটিতে, ‘I know একটি Clause এবং ‘he will come একটি Clause

কারন, উভয় group-ই একই বাক্যের দুটি অংশthat দ্বারা যুক্ত হয়ে একটি পূর্নভাব ব্যক্ত করেছে এবং একটি sentence-এ পরিনত হয়েছেthat এখানে Conjunction

তবে দুটি Clause-এর মধ্যে পার্থ্যক্য আছে ‘he will come এ বাক্যে noun রূপে ব্যবহৃত হয়েছে ‘I know এ বাক্যে একটি মাত্র part of speech রূপে ব্যবহৃত হয়নিএটি এ বাক্যের মূল অংশ এবং এ অংশের অধীনেই know verb-এর object রূপে একটি মাত্র part of speech অর্থাৎ Noun হয়ে বসেছে ‘he will come শব্দগুচ্ছটি। 
সুতরাং,he will come এ বাক্যে 
subordinate clause বা dependent (নির্ভরশীল) clause 
এবং ‘I know এখানে main clause বা Principal Clause 

Main clause বা principal clause না থাকলে subordinate clause বা dependent clause-এর অস্তিত্ব থাকে না

সুতরাং, যে clause বাক্যের মূল অংশ রূপে বাক্যে ব্যবহৃত হয় উহাকে main clause বা principal clause বলে এবং যে clause বাক্যে একটি মাএ part of speech রূপে ব্যবহৃত হয়, তাকে subordinate clause বা dependent clause বলে

কোন বাক্যে দু্টি clause যদি একই মর্যাদা সম্পন্ন বা একই rank এর হয় অর্থাৎ দুটোই যদি main clause-এর মত হয় অর্থাৎ কোনটাই কোনটার উপর নির্ভর না করে বা কোনটাই কোনটার অধীনস্থ না হয়, তবে ঐ বাক্যের দুটি clause কে Co-ordinate clause বলে

He is ill and he will not come--- বাক্যটিতে দুটি clause: He is ill এবং
He is ill and he will not come ---বাক্যটিতে দুটি clause He is ill এবং he will not come কোন clause-single Part of Speech রূপে ব্যবহৃত হয়নি দুটি clause-ই এ বাক্যে নিজস্ব স্বকীয়তা বা স্বাধীনতা নিয়ে ব্যবহৃত। কোনটা কারো উপর নির্ভরশীল নয় বা কারো অধীনস্থ নয়।দুটোই আপাতঃ দৃষ্টিতে Main Clause-এর মত মনে হতে পারে, কিন্তু কোনটাই main clause নয়।

কারন, কোনটাই Subordinate Clause  নয় বা কোনটারই Subordinate Clause নেই। Main Clause হতে হলে উহার অবশ্যই একটি Subordinate Clause থাকতে হবে।
সুতরাং He is ill and he will not come ---বাক্যটিতে clause দুটি He is ill এবং he will not come কে বলা হয় Co-ordinate clause এবং বাক্যটি একটি Compound Sentence and conjunction দ্বারা co-ordinate clause দুটি যুক্ত হয়ে একটি Compound Sentence গঠন করেছে।

 যে Conjunction দ্বরা Co-ordinate clause (অর্থাৎ same rank-এর clause) যুক্ত হয়, তাকে coordinating conjunction বলে।
যেমনঃ and, but, or, so, because ইত্যাদি।

যে conjunction দ্বারা subordinate clause, main clause এর সাথে যুক্ত হয়, তাকে subordinating conjunction বলেযেমন: that, what, so that, As, If ইত্যাদি

As    he is ill,    he will not come. as  বাক্যে subordinating conjunction.
     subordinate clause           main clause

সুতরাং, Clause তিন প্রকার:
1) Main Clause বা Principle Clause.
2) Subordinate বা Dependent Clause.
3) Co-ordinate Clause.

Phrase এবং subordinate clause উভয়ই group of words এবং একটি part of speech এর কাজ করেকিন্তু, phrase এ কোন finite verb থাকে না পক্ষান্তরে, subordinate clause-এর finite verb থাকে।

তাহলে দেখা যাচ্ছে: Group of words একটি sentence হতে পারে
যেমন: I go. একটি sentence.
Group of words clause হতে পারে:
যেমন: I know the boy   who is blind.
               Main clause          subordinate clause – Adj.

 কোন main clause ছাড়া subordinate clause ব্যবহৃত হয়না
 Subordinate clause ব্যবহৃত হয় Complex Sentence-এ এবং Co-ordinate Clause ব্যবহৃত হয় compound sentence অর্থাৎ, দুটো co-ordinate clause মিলে Compound Sentence গঠিত। Co-ordinate Clause-কে Main Clause বা Principal Clause বলা ঠিক নয়। 




I know
Main clause
that
Conjunction

he will come
Object= Noun clause
I shall go
Main clause
when
Conjunction
he will come
Adverbial clause
I know the boy
Main clause

who is blind
Adjective Clause
He is ill
Main clause
and
 Conjunction
he will not come
Co-ordinate Clause
 As    he is ill
 Conj.   Subordinate Clause

he will not come
Main clause


পার্থক্য লক্ষ্যনীয়ঃ

Differences


1.Sentence        



2.Phrase      
3.Subordinate Clause
4.Co-ordinate Clause
5.Main Clause

পূর্নভাব ব্যক্ত করেঅবশ্যই verb থাকবেপ্রত্যেকটি sentence এর জন্য একটি full stop(.) বা (?) বা(!) থাকবেএকাধিক clause বা phrase থাকতে পারে

একাধিক word এর একটি group একটি মাএ part of speech রূপে ব্যবহৃত হবেতবে এ group এ কোন      finite verb থাকবে নাNon-finite verb  থাকতে পারে
Phrase এর মতই একাধিক words-এর একটি group একটি মাত্র part of speech রূপে ব্যবহৃত হবেতবে এ group-এ অবশ্যই একটি finite verb থাকবেMain clause ছাড়া subordinate clause ব্যবহৃত হয় না এবং subordinate conjunction দ্বারা main clause এর সাথে যুক্ত হয়
একাধিক words এর groupঅবশ্যই finite verb থাকবেCo-ordinate clause রূপে compound sentence এ ব্যবহৃত হয়কোন single part of speech রূপে ব্যবহৃত হয়না। 
Coordinating conjunction দ্বারা যুক্ত হয়ে compound sentence গঠন করে।  
একাধিক words মিলে একটি clause গঠন করেবাক্যের মূল অংশ রূপে ব্যবহৃত হয়কখনও single part of speech রূপে ব্যবহৃত হয়না

বিশেষভাবে স্মরণীয়: বাক্যে একাধিক Clause থাকতে পারেএকটি clause-ও থাকতে পারে। যতটি finite verb ততটি clauseSimple sentence-একটি মাত্র clause থাকে।অর্থাৎ একটি মাত্র finite verb থাকে। Main clause এবং Sub-ordinate clause মিলে complex sentence গঠিত হয়একাধিক Co-ordinate clause মিলে  compound sentence গঠিত হয়


কাজেই, Simple , Complex Compound Sentence সঠিকভাবে বুঝতে হলে, আগে Phrase Clause সম্পর্কে ভালভাবে জানতে হবে। 

No comments:

Post a Comment